ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || খুলনার পত্রিকা মালিকদের সংগঠন খুলনা সংবাদপত্র পরিষদের সাথে মহানগর বিএনপি’র নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬জানুয়ারি) রাতে নগরীর ওয়েস্টার্ন ইন হোটেলে এ মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মোঃ মিজানুর রহমান মিলটন’র সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
মতবিনিময় সভায় মহানগর বিএনপি’র শীর্ষ দুই নেতা ও পত্রিকার সম্পাদকবৃন্দ খুলনার বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তৃতা করেন। মতবিনিময় সভায় বক্তৃতা করেন, সংগঠনের কোষাধ্যক্ষ দৈনিক সময়ের খবর’র সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সাবেক সভাপতি দৈনিক পূর্বাঞ্চল’র সম্পাদক মোহাম্মদ আলী। এসময় আরও উপস্থিত ছিলেন, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন’র সম্পাদক এস এম সাহিদ হোসেন, দৈনিক খুলনা টাইমস’র সম্পাদক সুমন আহমেদ, দৈনিক ভয়েস অব টাইগার’র সম্পাদক ডানিয়েল সুজিত বোস, দৈনিক খুলনা প্রতিদিন’র সম্পাদক সোহাগ দেওয়ান, দৈনিক কালান্তর’র সম্পাদক রুকসানা পারভীন, দৈনিক সংযোগ প্রতিদিন’র সম্পাদক খান মাহবুব হোসেন।
মতবিনিময় সভায় মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন তার বক্তৃতায় বলেন, খুলনার উন্নয়নের সার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় খুলনার স্থানীয় সংবাদপত্রগুলো অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি আশা করি। বিগত সরকারের আমলে গণমাধ্যমের উপরে কালা কানুন জারি করে রাখা হয়েছিল। তাদের দুর্নীতি অনিয়ম তুলে ধরতে গণমাধ্যমের জন্য ছিল বড় ধরনের বাধা। কিন্তু বর্তমানে গণমাধ্যম শতভাগ স্বাধীন। আমাদের যদি কোন অন্যায় অসঙ্গতির প্রমান পান আপনাদের গণমাধ্যমে লিখতে পারেন নির্দ্বিধায়।এদেশ আমাদের,সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
মহানগর বিএনপি’র আহবায়ক এড. শফিকুল আলম মনা তার বক্তৃতায় বলেন, গণমাধ্যম একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। সমাজের নানা অন্যায়, অবিচার, দুর্নীতি- অনিয়ম, মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরেন। দেশের চতুর্থ স্তম্ভ বলা হয় জাতির বিবেক সাংবাদিকদের। খুলনার সার্বিক উন্নয়ন বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি খুলনা সংবাদপত্র পরিষদের পাশে থাকবে বলে তিনি তার বক্তব্য উল্লেখ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।