মোঃ রাজু হাওলাদার, খুলনা || দৌলতপুর রেলিগেট নগর ঘাটের ইজারা দখল এর বিষয় নিয়ে মারপিটের ঘটনা ঘটে। ভুক্তভোগী দিঘলিয়া থানায় অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ আনছার শেখ (৬০), আই.ডি. নং-৮২২২৬৮৩৮৭৫ পিতা- মৃত: ছলেমান শেখ, সাং- মৌভোগ, পোঃ মানসাবাজার, থানা-ফকিরহাট, জেলা- বাগেরহাট, মোবাঃ ০১৭৪০০৩৯০৮২, অত্র মামলার বাদী এজাহারকারী একজন কৃষক হইতেছি। অত্র মামলার ভিকটিম মোঃ শেখ আলী আকবর (৪৯) এর আপন ছোট ভাই হইতেছে।
উল্লেখ্য থাকে ১। মিন্টু মোল্লা (৬২), পিতা- লুৎফর মোল্লা, সাং- দেয়াড়া, পোঃ দিঘলিয়া, ২। রিয়াদুল ইসলাম শিমুল (২৮), পিতা- হাজী নাদের, সাং- দেয়াড়া, পোঃ দিঘলিয়া, (৩) আরিফ মেম্বর (৪৮), পিতা- সুজাখা, সাং- দেয়াড়া, পোঃ দিঘলিয়া (৪) সবুজ (৪২) পিতা- শওকত, সাং- গোয়ালপাড়, (বড় বাড়ী), পোঃ দিঘলিয়া ৫। শরিফুল (৪০), পিতা- জহুর খান, সাং-পোঃ দিঘলিয়া ৩নং ওয়ার্ড, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা, ৬। মিন্টু শেখ (৪৩), পিতা- সাত্তার শেখ, সাং পোঃ দিঘলিয়া, ৭। রাজা (৪৭), ৮। বাদশা (৪৫), উভয়- পিতা- কওসার, উভয় সাং- গোয়ালপাড়া (বড় বাড়ী), পোঃ দিঘলিয়া, ৯। কামরুল (৪০), পিতা- চিনা, সাং-পোঃ দিঘলিয়া, ৩নং ওয়ার্ড, অজ্ঞাতনামা আরো ১৫-২০ জন। উক্ত ঘাটটি আকবর হোসেন গত ইং ০৫/১২/২০২৪ তারিখে (বি.আই.ডব্লিউ. টি. এ) নিকট হইতে ইজারা নিয়েছে। অত্র এলাকার চিহ্নিত সন্ত্রাসী, জবর দখলকারী, দাঙ্গাবাজ, লাঠিয়াল, ছিনতাইকারী, লুটেরা, অন্যের সম্পদ দখলকারী নানা অন্যায় কাজে লিপ্ত তাহাদের ভয়ে কেহ মুখ খুলতে চায় না। এছাড়া তাহাদের প্রত্যেকের বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মামলা রহিয়াছে। এমতাবস্থায় গত ইং ২৭/১১/২৪ তারিখে মহামান্য হাইকোর্ট ডিভিশনে (বি.আই.ডব্লিউ. টি. এ) কর্তৃপক্ষ কর্তৃক দাখিলকৃত একটি রীট পিটিশন যাহার নম্বর ১৩৯৭৬/২৪, পক্ষে রায় পেয়ে নিরবিচ্ছিন্ন এলাকায় কার্যক্রম করিতেছিলেন।
তারই ধারাবাহিকতায় গত ইং ০১/০১/২০২৫ তারিখে অত্র মামলার ভিকটিম আনুমানিক ১:৩০ থেকে ২ ঘটিকার সময় তার পক্ষে ইজারা প্রাপ্তির কাগজপত্র নৌবাহিনীর ক্যাম্পে পৌঁছাইয়া দেওয়ার জন্য দৌলতপুর নগরঘাট ফেরীর অপর পার্শ্বে দীঘলিয়া প্রান্তে পৌছাইলে ঘটনাস্থলে পূর্ব হতেই দেশীয় অস্ত্র শস্ত্র, রামদা, চাপাতি, লোহার রড, বাঁশের লাঠি, রামদা সহ নানা প্রকার অস্ত্র শস্ত্র নিয়ে ওৎপেতে থাকে কতিপয় সন্ত্রাসীরা। তখন চাপাতি,রামদা,লোহার রড,বাঁশের লাঠি ইত্যাদি দিয়ে ফেরির উপরে থাকা ভিকটিমের নোহা গাড়ীতে এলোপাতাড়ি কোপাইতে থাকে। সন্ত্রাসীদের হাতে থাকা রামদা দিয়া ভিকটিমের মাথা লক্ষ্য করিয়া কোপ মারিলে ভিকটিম মাথা সরিয়ে নেয় এবং লক্ষ্য ভ্রষ্ট হলে ভিকটিমের নাকে লাগিয়া নাক দ্বিখন্ডিত হয়ে যায়,যাহাতে ৫টি সেলাই লাগে। এবং সন্ত্রাসীদের হাতে থাকা রিভালবার থেকে গুলি করলে গুলি ফেসে যায় তখন ভিকটিমকে উক্ত রিভালবারের বাট দিয়ে মাথায় সজোরে আঘাত করে।
উল্লেখ্য যে, ভিকটিমের নিকটে থাকা নগদ ৫,৬০,০০০/-(পাঁচ লক্ষ ষাট হাজার) টাকা,গলায় থাকায় ১ ভরি ওজনের স্বর্ণের চেইন, হাতে থাকা ৮ আনা ওজনের একটি স্বর্ণের আংটি সহ গাড়ীতে থাকা মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক ছিনাইয়া নিয়ে চলে যায়। স্থানীয় লোকজন ও সাক্ষীদের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করিয়া খুলনা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করেন। পরবর্তীতে ভিকটিমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।