কয়রা প্রতিনিধি || খুলনার কয়রায় বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি বাজারের সরকারী জায়গা দখলের অভিযোগ উঠেছে। বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় জনসাধারণ সরকারী জায়গা দখলের প্রতিবাদ জানিয়ে তা বাজারের অনুকুলে ফিরিয়ে আনার জন্য
খুলনা জেলা প্রশাসক ও কয়রা উপজেলার নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে জানা যায় কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি বাজারে সপ্তাহে ২দিন শনি ও বুধ হাট বসে।এই হাটে বিভিন্ন এলাকা থেকে ব্যবসাীয়রা তাদের পন্য বিক্রি করার জন্য এখানে এসে মালামাল বিক্রি করে । বাজারে জায়গা সংকুলুন না হওয়ায় চাননীর পাশে দোকানদারদের বেচাকেনার সুবিধার্তে সরকারীভাবে ১৯৯৬ সালে ইটের সলিং বিছানোর মাধ্যমে জায়গা বৃদ্ধি করা হয়। ঐ জায়গায় কাঁচামাল বেচাকেনা করা হতো। সম্প্রতি বাজারের ব্যবসায়ীদের সুবির্ধাতে কাঁচামালের ব্যবসায়ীদের চান্নিতে বসার জায়গা করে দিয়ে ঐ জায়গায় হাটে পন্য সরবরাহের কাজে নিয়োজিত গাড়ির পার্কিং করার ব্যবস্থা গ্রহন করা হয়।
ঐ সরকারি জায়গায় গত ৩ জানুয়ারী রাতের আধারে স্থানীয় মফিজুল গংরা বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টা করছে। এমনকি রাতের আধারে ঘর নিমার্নের চেষ্টা চালাচ্ছে।তবে এ ব্যাপারে অভিযুক্ত মফিজুলের নিকট জানতে চাইলে তিনি বলেন, কারা কখন বালু দিয়ে জায়গা দখলের চেষ্টা করছে তা আমি জানিনাা। বাজারের জায়গায় ইটের সোলিং এ বালু দিয়ে ঢেকে দিয়ে দখলের চেষ্টার প্রতিবাদ ব্যবসায়ীরা অভিযোগ দায়ের করেছেন। কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন,লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপুর্বকব্যবস্থা গ্রহণন করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।