ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || খুলনা মহানগরীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে নগরীর বাগমারা ব্যাংকাস ২নং গলি থেকে তাদের আটক করে। এ সময়ে পুলিশ তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বিকেলে খুলনা সদর থানার সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ কুতুব উদ্দিন।
আটক হওয়া কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন, যশোরের কেশবপুর উপজেলার কাঁঠালতলা গ্রামের সাফিন দফাদারের ছেলে সজল দফাদার, সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া মেইনরোড এলাকার জনি হাওলাদারের ছেলে সাব্বির হাওলাদার ও বাগমারা ব্যাংকার্স গলির মো: সেলিম শেখের ছেলে আকাশ শেখ।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ বলেন, বুধবার ভোররাতে নগরীর বাগমারা এলাকার ব্যাংকার্স গলিতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদ পেয়ে সদর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। সেখান থেকে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তারা সকলে কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের কাছে থাকা বাটযুক্ত একটি ধারলো ছুরি, ডবল সুইচ গিয়ার ছুরি এবং একটি লাল টেপ দিয়ে মোড়ানো একটি রড উদ্ধার করে পুলিশ। এ সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে
তিনি আরও বলেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম আগস্টের আগে খুলনায় যে উপদ্রব ছিল সেটি বর্তমান পুলিশ কমিশনার দায়িত্ব গ্রহণ করার পর থেকে অনেক কমে গিয়েছে। তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনে আওতায় আনা হয়েছে অনেক কিশোর গ্যাংয়ের সদস্যদের। কিশোর গ্যাংয়ের একটি তালিকা তৈরি করা হয়েছে। সে অনুযায়ী বিভিন্ন আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তাদের তালিকা প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে। এটি একটি সামাজিক ব্যাধি। সমাজ থেকে কিশোর গ্যাংয়ের উপদ্রব দুর করতে তিনি সকলের সহযোগিত কামনা করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন,উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মনিরুজ্জামান মিঠু, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মিডিয়া মোহা: আহসান হাবিব ও খুলনা থানার অফিসার্স ইনচার্জ মুনীর উল গিয়াস।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।