পাইকগাছা প্রতিনিধি || “খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের আরাজী ভবানীপুর গ্রামের অসহায় দরিদ্র পরিবারের ১শ বছরের পুরনো চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিবেশী হাফিজ গাজী গং। এ বিষয় থানায় রাস্তা উদ্ধার চেয়ে অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী পরিবারের সদস্য স্বপ্না বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়,পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের আরাজী ভবানীপুর গ্রামের হতদরিদ্র শামসুর গাজী সহ তিন ভাই পৈতৃক ভিটাতে বসবাস করছেন,কিন্তু প্রতিবেশী হাফিজ গাজী গং তারা গায়ের জোরে অন্যায় ভাবে শামসুর গাজী গং এর একশত বছরের পুরনো চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে তিনটি পরিবারকে রাস্তায় আসা-যাওয়া বন্ধ করে দিয়েছেন। এ বিষয়ে সত্তার গাজীর স্ত্রী স্বপ্না বেগম পাইকগাছা থানায় রাস্তা চেয়ে একটি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে উল্লেখ করেছেন তারা হতদরিদ্র ও গরিব মানুষ হওয়ায় স্বামী ও বাড়ির পুরুষেরা ইট ভাটায় কাজ করতে যাওয়ার সুযোগে হাফিজ গাজী গং রাস্তা নেট দিয়ে ঘিরে চলাচল বন্ধ করে দিয়ে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছেন । সে কারণে সাত্তার গাজীর স্ত্রী স্বপ্ন বেগম তিনি পাইকগাছা থানার ওসি বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন।
সরেজমিনে যে দেখা যায়,সত্তার গাজীসহ তিন ভাইয়ের চলাচলের রাস্তা নেট দিয়ে গিয়ে বন্ধ করে রেখেছেন হাফিজ গাজী গং।
এ বিষয় হাফিজ গাজীর কাছে জানতে চাইলে তার ছেলে হাবিবুর গাজী জানান ,আমাদের জমি আমরা ঘেরা দিয়েছি। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ সবজেল হোসেন বলেন একটি দরখাস্ত পেয়েছি বিষয়টি রাড়ুলী ক্যাম্প ইনচার্জ এর নিকট পাঠিয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।