সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে গিয়ে পুলিশের প্রতি তাদের প্রত্যাশার কথা শোনার জন্য বিভিন্ন কমিউনিটির সাথে সুধী সমাবেশের আয়োজন করা হচ্ছে।
আজ সোমবার (১৩ জানুয়ারি) বিকালে আড়ংঘাটা থানাধীন তেলিগাতী বরইতলা ঘাটে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কেএমপি’র আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ জনাব মো: তুহিনুজ্জামান মতবিনিময়কালে পুলিশের প্রতি জনগণের প্রত্যাশার পাশাপাশি নাগরিকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করেন। সমাবেশে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।