ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || সাতক্ষীরার দেবহাটা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ ই জানুয়ারি ২০২৫) দেবহাটা থানার পাশে স্বাস্থ্য সহকারী রাশিদুল ইসলামের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নিশি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) হযরত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সহ ডিবি পুলিশের একটি দল দেবহাটা থানার পাশে সরকারী উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী রাশিদুল ইসলামের বাসায় অভিযান চালিয়ে নিশি ও তার স্বামীকে গ্রেপ্তার করা হয়।
নিশি গত ৫ই আগষ্টের পর থেকে পলাতক ছিলেন। ইতিমধ্যে নিশির নামে ঢাকাসহ বিভিন্ন এলাকায় একাধিক মামলা আছে।
ওসি আরো জানান, নিশিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।