মোঃ রফিকুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি || ভারতে পালিয়ে যাওয়ার সময় ইডেন কলেজ নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাই সত্যজিৎ পান্ডেকে ভারতে পালানোর সময় গ্রেফতার করা হয়। সোমবার (১৩ই) জানুয়ারি বিকালে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাদের কে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ইমিগ্রেশন পুলিশ (ওসি) ইব্রাহিম আহমেদ এবং তিনি বলেন,বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশকালে সন্দেহ জনকভাবে তাদেরকে জিজ্ঞাসা করলে, তিনি স্বীকার করেন ঢাকা নিউমার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি।সোমবার চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলেন এই ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে।
আটক নেত্রী আরো জানান, তিনি ঢাকা ইডেন কলেজে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। আটককৃতরা হলেন, মাগুরার সাতদোহা এলাকার স্বপন পান্ডের ছেলে ও মেয়ে।
তাদেরকে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।