মোঃ রফিকুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি || যশোরের বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের মধ্যে সেক্টর পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ই) জানুয়ারি যশোর ৪৯ বিজিবি বেনাপোল বিওপি সম্মেলন কক্ষে বিজিবি র খুলনা সেক্টর ও বি এস এফ এর কলকাতা সেক্টরের মধ্যে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সবাই বিজিবি খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী এর নেতৃত্বে খুলনা ব্যাটেলিয়ান অধিনায়ক সহ বিভিন্ন কর্মকর্তা ও বিজিবি ২২ সদস্যের একটি প্রতিনিধি দল ও ভারতীয় কলকাতার বি এস এফ এর সেক্টর কমান্ডার ডিআইজি তারণী কুমারের নেতৃত্বে ১৬ সদস্যের বিএসএফ এর একটি প্রতিনিধি দল এতে অংশ নেন।
খুলনা সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) খসরু রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান,ভারত বাংলাদেশ সীমান্ত ও দু দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এরমধ্যে সীমান্তে যে কোনো ধরনের প্রাণহানির ঘটনারোধে কার্যকর ব্যবস্থা নেওয়া, ভারত থেকে মাদকের, চোরাচালান সহ যেকোনো ধরনের অবৈধভাবে অনুপ্রবেশ বন্ধে আরো বেশি তৎপর হওয়ার দু দেশের মধ্যে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়।
এছাড়া ১৯৭৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা আলোকে আলাপ আলোচনার মাধ্যমে, সীমান্তে উদ্ভুত যেকোনো পরিস্থিতি ও যেকোনো ধরনের সমস্যা সমাধান দ্রুত সময়ে শান্তিপূর্ণ সমঝোতা করার একমত পোষন করেন।
সীমান্তে অবৈধ স্থাপনা নির্মাণ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজে অগ্রগতি সম্পর্কে ফলপ্রসু আলোচনার পাশাপাশি দু’দেশের সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে, দু দেশের প্রতিনিধিদের একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে সকালে বিএসএফের ডিআইজি তারনি কুমারের নেতৃত্বে প্রতিনিধি দলটি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
এ সময় বিজিবি খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী ও যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী তাদেরকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।