এস এম তাজুল হাসান (সাদ) বিশেষ প্রতিনিধি || কর্মী-সমার্থকদের উপস্থিতি শুন্যতায় সাতক্ষীরার কালিগঞ্জে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সম্মেলন পণ্ড হয়।
বৃহস্পতিবার(১৬ জানুয়ারী) উপজেলার কিষান মজদূর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত সম্মেলনের প্রধান অতিথি উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম খুব কম সংখ্যক কর্মী-সমার্থকদের উপস্থিতি থাকায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন কমিটির সম্মেলন স্থগিত করেন।
ইউনিয়ন বিএনপির আহবায়ক আল মাহমুদ ছোট্রুর সভাপতিত্বে সদস্য সচিব মাহমুদুল হাসানের সঞ্চালনায় দুপুর ১২টায় সম্মেলনটিতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম তার বক্তব্য কর্মী-সমার্থক উপস্থিতি কম থাকায় ক্ষোভ প্রকাশ করে দলীয় নেতা কর্মীদের আরও সু-সংগঠিত হওয়ার এবং ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়নের মাধ্যমে দলকে সামনে এগিয়ে নেওয়ার আহবান জানান, সদস্য সচিবের বক্তব্যর সুত্র ধরে উপজেলা বিএনপির আহবায়ক এবাদুল ইসলাম সম্মেলন স্থগিত করে আগামীতে ব্যাপক সংখ্যক কর্মী সমার্থকদের উপস্থিতিতে সফল সম্মেলনের আহবান জানান। সম্মেলনটির সভাপতি ও ইউনিয়ন আহবায়ক ছোট্টু জানান, সম্মেলনের পূর্বেই কমিটির সম্ভাব্য ব্যক্তিরা মনোনীত হওয়ায় কর্মী সমার্থকরা সম্মেলনে আগ্রহ হারায়, এ কারণে উপস্থিতি কম ছিল। তবে ওয়ার্ড বিএনপির অনেকেই সম্মেলন ব্যর্থ হওয়ার জন্য নেতৃত্বের পারস্পরিক সম্মন্বয়হীনতা ও আন্ত:কোন্দলকেই দায়ী করেন।
সম্মেলনটিতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাষ্টার আহছানউল্লাহ তরফদার, যুব দলের সিনিয়র যুগ্ন আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ন আহবায়ক রবিউল্লাহ বাহার, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান, সদস্য সচিব ছোটন, যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম, ছাত্র দলের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম প্রমুখ। উপস্থিতি সংকটে সম্মেলন পণ্ড হওয়ায় উপজেলা জুড়ে বিএনপি নেতা কর্মীদের মাঝে তিব্র অসন্তোষ বিরাজ করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।