খালিদ হাসান,বাগেরহাট || প্রতি বছরই শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল,অসহায় মানুষের হাড় কাঁপানো কষ্ট। বাগেরহাটে এমন কিছু অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র উপহার দিয়েছে সেচ্ছাসেবী সংগঠন ইউ.পি.আর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে বাগেরহাট সদর উপজেলার ইউ পি আর দাখিল মাদ্রাসার মাঠে এই শীতবস্ত্র উপহার কর্মসূচী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউ.পি.আর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সিনিয়র সহ সভাপতি মোল্লা মাসুদুল হক,অধ্যাপক আব্দুস সবুর,সহ সভাপতি শেখ দেলোয়ার হোসাইন,সাধারণ সম্পাদক হাওলাদার আবু সাঈদ,সহ সাধারণ মেহেদী হাসান রনিসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় ইউ.পি.আর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সিনিয়র সহ সভাপতি মোল্লা মাসুদুল হক তার বক্তব্যে বলেন, আমরা আপনাদের মাঝে উপহার প্রদান করতে এসেছি।আমরা চাই আমাদের এই সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে আমরা আরো মানুষের পাশে দাঁড়াতে পারি।সবাইকে এগিয়ে আসতে হবে গরীব দুঃখী মানুষের পাশে।আপনারা আমাদের এই সংগঠনের জন্য দোয়া করবেন যেনো আমরা সবসময় আপনার পাশে থাকতে পারি আর আপনাদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি।
আরেক সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আব্দুস সবুর বলেন,এই সমাজ কল্যাণের উদ্দেশ্য সমাজের কল্যাণ করা,সমাজের মানুষের কল্যাণ করা।এই সংগঠন থেকে যেনো মানুষের কল্যাণে এগিয়ে আসতে পারি সেই দোয়া করবেন।
এসময় শীতবস্ত্র উপহার পাওয়া ব্যাক্তিরা বলেন,আমরা এই শীতে অনেকেই শীতবস্ত্র কিনতে পারিনা।শীতে যবুথবু হয়ে শীত পার করি।এই শীতবস্ত্র উপহার পাওয়ার মাধ্যমে আমরা অনেকে উপকৃত হয়েছি।আমরা চাই তারা আরো ভালো উদ্যোগ গ্রহণ করেন এবং তারা এই সমাজ কল্যাণ পরিষদের উত্তর উত্তর সাফল্য কামনা করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।