স্টাফ রিপোর্টার || খুলনা মহানগরীতে জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় মহানগরীর পশ্চিম বানিয়াখামার ঈদগাঁ প্রাইমারী স্কুলে এ সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামীর ২৬ নং ওয়ার্ড যুব বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর খুলনা মহানগর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম। জামায়াতে ইসলামীর ২৬ নম্বর ওয়ার্ড সেক্রেটারী মাওলানা মুহাঃ আব্দুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৬ নং ওয়ার্ড আমীর মাওলানা ছফির উদ্দীন।
এ সময় বক্তব্য রাখেন থানা সেক্রেটারী মাওলানা জাহিদুর রহমান নাঈম,সোনাডাঙ্গা থানা যুব বিভাগের প্রধান মর্তুজা বিল্লাহ,২৫ নম্বর ওয়ার্ড আমীর ড. তহিরুল আহসান তোহা, ১৮ নম্বর ওয়ার্ড আমীর মশিউর রহমান রমজান,২৬ নং ওয়ার্ড শিবির সভাপতি মো. হুসাইন, জামায়াতে ইসলামীর ২৬ নম্বর ওয়ার্ড যুব বিভাগের সভাপতি শামিম হাসান, সেক্রেটারী এস এম আব্দুর রহমান আলম,২৫ নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি গোলাম রাব্বী, ওয়ার্ড সমাজ কল্যাণ সম্পাদক ড. নাঈমুল ইসলাম,প্রমুখ।
সমাবেশে জামায়াত নেতারা বলেন,যুবসমাজ যে কোনো দেশের মূল্যবান সম্পদ। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর অনেকাংশেই নির্ভরশীল। যুবসমাজের মেধা,সৃজনশীলতা,সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই জাতির ভবিষ্যৎ নির্ধারণ হয়। ফলে যেকোনো পরিস্থিতিতে সাহসিকতা,হিকমত ও বুদ্ধিমত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সংগঠনের নির্দেশনা গুরুত্বের সঙ্গে নিয়ে স্বতঃস্ফূর্ত আনুগত্যের মূর্ত প্রতীক হতে হবে। গণঅভ্যুত্থানের সুফল দেশবাসীর কাছে পৌঁছে দিতে ছাত্র-জনতার পাশাপাশি যুব সমাজকে রাজপথে বলিষ্ঠ ভূমিকা অব্যাহত রাখতে হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।