নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়ায় এনপিপির (ন্যাশনাল পিপলস পার্টি) পৌর সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১ টায় এনপিপির লোহাগড়া পৌর কার্যালয়ে নড়াইল জেলা এনপিপি সভাপতি শরিফ মুনির হোসেনের সভাপতিত্বে ও এনপিপি নেতা মো. বদরুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনপিপি নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, এনপিপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. বেলাল হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী শওকত হোসেন, এনপিপি নড়াইল সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুক্ত, লোহাগড়া উপজেলা শাখার সভাপতি শেখ হাফিজুর রহমান, এনপিপি লোহাগড়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মো. বদিয়ার রহমান, এনপিপি নেতা কাজী জিয়াউর রহমান লোটাস, এনপিপি নেতা ফিরোজ আহমেদ, আবুল হোসেন চঞ্চল, ফাতেমা বেগম, সালমা বেগম ও আফসানা খানমসহ প্রমুখ।
সভায় এনপিপির পৌর শাখার সম্মেলন সফল করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রস্তুতিমুলক সভায় এনপিপি লোহাগড়া পৌর শাখার ৯টি ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।