পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরের সাগরদাঁড়িতে বাঘারপাড়া পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) উদ্যোগে একটি আনন্দ ভ্রমণ এবং সাগরদাঁড়িতে আনুষ্ঠানিকভাবে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে একটি সভা অনুষ্ঠিত হয়।
শণিবার (১৮ জানুয়ারি-২৫) সাগরদাঁড়িতে ওই সভায় “সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে রাজনৈতিক, ধর্মীয়, এবং নৃগোষ্ঠীগত সম্প্রীতি জোরদারের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনা প্রনয়ন ও মুল বক্তব্য প্রদান করেন, খুলনা অঞ্চলের এরিয়া সমন্বয়কারি জনাব এস.এম রাজু জবেদ।
সভায় সভাপতিত্ব করেন, পিস এ্যাম্বাসেডর অধ্যক্ষ জনাব মোস্তাক মোর্শেদ-এর সভাপতিত্বে এবং পিএফজি কো-অর্ডিনেটর জনাব মোঃ ইকরামুল কবির মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জনাব মোঃ হাফিজুর রহমান (সমন্বয়কারী), পিস অ্যাম্বাসেডর ও বিএনপির মহিলা দলের সভাপতি দিলরুবা পারভিন, পিস অ্যাম্বাসেডর প্রণয় কুমার বিশ্বাস, যুবলীগের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম, জাকের পার্টির সভাপতি আব্দুর রহিম, লিটন মোল্লা, জাতীয় পার্টির মোঃ শফিকুল ইসলাম, বিএনপির মোঃ মাসুদ আলম টিপু, সাংবাদিক হুমায়ুন কবির, প্রদীপ কুমার বিশ্বাস এবং সাঈদ ইবনে হানিফসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। সভাটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান এবং পিএফজি সদস্য অজয় কুমার বিশ্বাস।
সভায় পিএফজি সমন্বয়কারী ও মাঠ সমন্বয়কারী বিগত সময়ের কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তারা জানান, মানববন্ধন এবং আন্তঃধর্মীয় সংলাপ আয়োজন করা হয়। এছাড়া রাষ্ট্র বিনির্মাণের দাবিতে ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
পরবর্তী ত্রৈমাসিক (এপ্রিল-জুন ২০২৫) সহ বাৎসরিক পরিকল্পনায় উল্লেখ করা হয়, পৌরসভায় সম্প্রীতির আলোচনা অনুষ্ঠান, মানববন্ধন, স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা, উঠান বৈঠক, এবং ইউনিয়নভিত্তিক সচেতনতামূলক সভা আয়োজনের মাধ্যমে “সম্প্রীতির বাঘারপাড়া” গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
এই উদ্যোগগুলোর মাধ্যমে বাঘারপাড়া উপজেলায় সামাজিক সম্প্রীতি ও সহিংসতা প্রতিরোধে একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উক্ত সভায় পিএফজির সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগণ, বিভিন্ন ধর্মীয় নেতা, নৃগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।