নড়াইল প্রতিনিধি || নড়াইল পৌর বিএনপি’র সভাপতি পদে মো. তেলায়েত হোসেন ২৫৩ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে খন্দকার ফশিয়ার রহমান ২৬৭ ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে মো. এবাদত ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন
শনিবার (১৮ জানুয়ারি) নড়াইল সদর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমূখর শান্তিপূর্ণ পরিবেশে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয়।
ভোট গণনা শেষে বিকালে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নড়াইল জজ কোর্টের পিপি গোলাম মোহাম্মদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এর আগে সকালে নড়াইল সদর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত৷ এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, দপ্তর সম্পাদক মো. টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিমসহ জেলা উপজেলার অসংখ্য নেতা-কর্মীবৃন্দ।
সভাপতি পদে মো. তিলায়েত হোসেন ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলী হাসান ২১২ভোট পায়, মোহাম্মদ আজিজুর রহমান ১৫৭ ভোট। সাধারণ সম্পাদক পদে খন্দকার ফশিয়ার রহমান ২৬৭ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকতম প্রতিদ্বন্দ্বী মো. ফরিদ হোসেন বিশ্বাস পায় ২৪৪ ভোট, রেজাউল খবির রেজা ২৫ ভোট, মোহাম্মদ মফিজুর রহমান জমাদ্দার ৪২ ভোট, মো. দেলোয়ার হোসেন ৩৩ ভোট এবং ফজলুল হক ফয়েজ ০৬ ভোট পায়। সাংগঠনিক সম্পাদক পদে মো. এবাদত ২৪৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আরমান আলী খান ২১৯ ভোট, মো. মহিদুল ইসলাম ১০৭ ভোট এবং মো. ইব্রাহিম শেখ ৫৬ ভোট পায়।
উল্লেখ্য, নড়াইল পৌর কাউন্সিলে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৬ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন নির্বাচনে অংশ নেয়। নড়াইল পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট কাউন্সিলর রয়েছে (ভোটার সংখ্যা) ৬৩৯ জন। ভোট কাস্টিং হয় ৬২৫।
বিগত একযুগেরও বেশি সময়কাল এমন উৎসবমূখর শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী আমেজ চোখে পড়েনি বলে মনে করেন স্থানীয়রা।
নড়াইল পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল গঠনে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি করা হয়। এ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে ছিলেন অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ (জিপি), সদস্য অ্যাডভোকেট এস এম আব্দুল হক (পিপি) ও সদস্য অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু (এডিশানাল পিপি)।
এ নির্বাচনকে সুষ্ঠু করার জন্য নিরাপত্তা নিশ্চিতে সকাল থেকে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করেন প্রশাসন, পুলিশ, আনসারসহ অন্যান্য সংস্থা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।