মোঃ রাজু হাওলাদার, খুলনা || নিরাপদ খুলনা’ গড়ার প্রত্যয়ে কেএমপি’র গৃহীত বিভিন্ন পদক্ষেপ, সফলতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত নিয়ে ১৯ জানুয়ারি রবিবার বেলা ১১ টায় কেএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে ব্রিফিং অনুষ্ঠিত হয় জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের পর সারাদেশের ন্যায় খুলনা মহানগরীতেও পুলিশিং ব্যবস্থা প্রায় ভেঙ্গে পড়ে। এই প্রেক্ষাপটে পুলিশিং ব্যবস্থাকে স্থিতিশীল ও কার্যকর করানোর লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কর্তৃপক্ষ নানামূখী পদক্ষেপ গ্রহণ করে। খুলনাকে একটি নিরাপদ শহরে পরিণত করার লক্ষ্যে কেএমপি বেশকিছু সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। কেএমপি আশা করে নগরবাসীর সহযোগিতা পেলে খুলনা মহানগরকে একটি নিরাপদ শহরে পরিণত করা সম্ভব হবে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কেএমপি
১. জনগণের সাথে পুলিশের সম্পৃক্ততা বাড়াতে থানা এলাকায় সকল শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময়।
২. ভোরবেলায় চুরি, ডাকাতি এবং ছিনতাই রোধকল্পে সকাল ৬টায় ট্রাফিক ডিউটি নিশ্চিত করা। ট্রাফিক ও ক্রাইম ডিভিশনের সমন্বয়ে যৌথ চেকপোস্ট কার্যক্রম।
৩, ক্রাইমের হটস্পটগুলোতে প্রতিদিন বিকাল থেকে শুরু করে রাত ১০ টা পর্যন্ত রেইড। মাদক বিক্রেতা এবং মাদকসেবীদের গ্রেফতার।
৪, মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং চাঁদাবাজদের অস্ত্রসহ গ্রেফতার করাকে অগ্রাধিকার। ১২ জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতারের জন্য বড় অংকের টাকা পুরষ্কার ঘোষণা।
৫. কিশোর অপরাধীদের দৌরাত্ম কমাতে তাদের বাড়িতে বাড়িতে পুলিশি অভিযান পরিচালনা।
৬. চোরাই মালামাল ক্রয়-বিক্রয় রোধে মহানগরীর ভাঙ্গারির দোকানগুলোতে ‘ক্রয়-বিক্রয় রেজিস্টার’ চালু।
৭, জনগণের সাথে পুলিশের দূরত্ব ঘোচানোর লক্ষ্যে এবং পুলিশিং কাজে সহযোগিতার আদায়ের লক্ষ্যে সকল শ্রেণী-পেশার মানুষের সাথে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক ‘সুধী সমাবেশ’।
৮, পুলিশ কনস্টেবলদের জন্য ডিউটিকালে ব্যক্তিগত স্মার্ট মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করা।
এসব পদক্ষেপে নিরাপদ খুলনায় ভবিষ্যতে জনসাধারণকে সুরক্ষিত রাখাসহ আইন শৃঙ্খলার অভুতপুর্ব উন্নয়ন সাধিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।