মোঃ রাজু হাওলাদার, খুলনা || খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নগরীর ২১নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মানিক হাওলাদারক নিহত হয়েছে। মানিক নগরীর রেলওয়ে নৌকা কলোনির মনসুর হাওলাদারের ছেলে। এই ঘটনায় একজনকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা।
নিহতের আত্মীয়-স্বজন জানায়,দুপুর ১টার দিকে পুরাতন রেলস্টেশন রোডে জিআরপি থানা সন্নিকটে এই ঘটনা ঘটে। মানিক সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত তার সঙ্গে প্রথমে কথা কাটাকাটি করে। পরে তার বুকেও পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এ সময় স্থানীয় লোকজন মালিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে বিকাল চারটার দিকে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে নিহতের আত্মীয়রা জানিয়েছে।
চিকিৎসকের বক্তব্য তার বুকে ও পেটে শরীর বড় দুটি আঘাত থাকার কারণে তার মৃত্যু হয়। এই ঘটনায় সঙ্গে জড়িত সন্দেহে সাজ্জাদ নামের একজনকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা।বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রশাসনের হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।