এস এম তাজুল হাসান সাদ,বিশেষ প্রতিনিধি || “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপি তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপনের অংশ হিসেবে জাতীয় ক্রীড়া পরিদপ্তর আয়োজিত অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে ২০ জানুয়ারী সোমবার সকাল দশটায় সাতক্ষীরা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মাদ আবুল খায়ের, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান শাহিন, নির্বাহী কমিটির সদস্য মীর তাজুল ইসলাম রিপন, ইকবাল কবির খান বাপ্পি, আ, ম.আখতারুজ্জামান মুকুল, কাজী কামরুজ্জামান, রুহুল আমিন, ক্রীড়া শিক্ষক ঈদুজ্জামান ইদ্রিস প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স সঞ্চালনা করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।