মোঃ রাজু হাওলাদার,খুলনা || খুলনা পানি উন্নয়ন বোর্ডের মেকানিক্যাল বিভাগের ওয়ার্কশপের কাজে ২৬ লক্ষ টাকার অনিয়মের অভিযোগের প্রমাণ পেয়েছে দুদুক।
আজ মঙ্গলবার ২১ জানুয়ারি দুপুরে খুলনা জোড়াগেট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্কশপে এক অভিযান পরিচালনা করে দুদুক। এ সময় তারা সরেজমিনে যাচাই করে ৩২ লক্ষ ৯৬ হাজার ১০১ টাকার পাঁচটি আইটেম, সিভিলের কাজ এবং মেকানিক্যাল এর দুটি কাজের বিষয় তদন্ত করেন। যার মধ্যে ২৬ লক্ষ টাকার কাজের কোন অস্তিত্ব পায়নি দুদক কর্মকর্তারা।
এছাড়া একটি গুদাম ঘরের ফ্লোরের ইট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ঠিকাদার কাজে ব্যবহার করেছে। যার বিলও প্রদান করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্ক্রাব মালামাল বিনা অনুমতিতে বিক্রির জন্যও প্রস্তুতি চলছে।
এ দুর্নীতির বিষয়ে জানতে চাইলে দুদুক খুলনার উপ-পরিচালক আব্দুল ওয়াদুদু জানান,ঊর্ধ্বতন কতৃপক্ষের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।