এস.এম.শামীম দিঘলিয়া,খুলনা || বাংলাদেশ স্কাউটস দিঘলিয়া উপজেলার ত্রিবার্ষিক সম্মেলন ২২ জানুয়ারি বুধবার সকাল দশটায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আগামী তিন বছরের জন্য উপজেলা পর্যায়ে বাংলাদেশ স্কাউটস দিঘলিয়া উপজেলা নির্বাহী কমিটি গঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম,খুলনা জেলা স্কাউটস কমিশনার এস এম ফরহাদ হোসেন,জেলা স্কাউট স্যার যুগ্ন সম্পাদক হুমায়ুন কোভিদ বাবুল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কাউন্সিল সভায় সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ স্কাউটস দিঘলিয়া উপজেলার একটি নির্বাহী কমিটি গঠন করা হয়। নির্বাহী কমিটিতে পদাধিকার বলে সভাপতি মনোনীত হন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এছাড়া পাঁচ জন সহ-সভাপতি ও একজন কোষাধ্যক্ষ একজন ক্যাশিয়ার একজন সম্পাদক ও একজন যুগ্ন সম্পাদক নির্বাচিত করা হয়। সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ আশরাফ হোসেন এবং কমিশনার পদে নির্বাচিত হন মোঃ ইসরাইল হোসেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।