স্টাফ রিপোর্টার,ঢাকা || সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট শিশু প্রিয় ব্যক্তিত্ব বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ এর আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ এর অডিটোরিয়ামে দুরন্ত শৈশবের উদ্যোগে এপিলেট ডিভিশনের সাবেক বিচারপতি, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট শিশু প্রিয় ব্যক্তিত্ব বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ এর আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুরন্ত ফাউন্ডেশন এর সভাপতি নাসির আহমেদ ফয়সাল এর সভাপতিত্বে এবং দুরন্ত ফাউন্ডেশনের সেক্রেটার আহসান হাবীব এর সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে আলোচনা রাখেন বিশিষ্ট শিশু সংগঠক ও বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কার্যনিবার্হী পরিষদের সদস্য, ফুলকুড়ি আসরের সাবেক প্রধান পরিচালক জনাব হাসান মুর্তাজা, সামাজিক ব্যক্তিত্ব ও সংগঠক মহিবুল্লাহ, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, ক্রীড়া সংগঠক জি.এম ইকবাল, বিশিষ্ট শিশু সংগঠক জাকারিয়া হাবীব পাইলট, বিশিষ্ট শিশু সংগঠক এস.এম মিজানুর রহমান, দুরন্ত ফাউন্ডেশনের সহ-সভাপতি এম কামাল উদ্দিন, দুরন্ত ফাউন্ডেশনের সহকারী সেক্রেটারী কামরুজ্জামান ভূইয়া সুমন, দুরন্ত ফাউন্ডেশনের সহকারী সেক্রেটারী সাইদুল ইসলাম হাসান, শিশু সংগঠক শাহিন চৌধুরী, শিশু সংগঠক আবরারুল হক, ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক ও শিশু সংগঠক মুজাহিদুল ইসলাম।
এ সময় দুরন্ত ফাউন্ডেশনের মহানগর দক্ষিনের সংগঠক মাহবুবুর রহমান টিটু, রায়হান শরীফ সাব্বির, ফখরুল ইসলাম মজুমদার, মোঃ আলমগীর, মজিবর আখন শুভ সহ দুরন্ত ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও মহানগরী শাখার সংগঠক বৃন্দ উপস্থিত ছিলেন।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট শিশু সংগঠক ও বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর জনাব হাসান মুর্তাজা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।