ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || বৃহস্পতিবার ২৩ জানুয়ারি বেলা তিনটার দিকে নৌ বাহিনী কন্টিনজেন্ট ও র্যাব-৬ এর সমন্বয়ে গঠিত একটি যৌথ বাহিনীর বিশেষ অভিযানে খালিশপুর আলম নগর গাবতলা মেইন রোড এলাকার খোকন কাজির বাড়ি থেকে হারুন অর রশিদের পুত্র ইয়াবা ব্যবসায়ী মোঃ পারভেজ ও বয়রা কাস্টম মোড় এলাকার ইছাহাকের পুত্র শহিদুল ইসলামকে গাবতলা এলাকা থেকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খালিশপুর থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন নৌবাহিনীর কর্মকর্তা লেঃ কমান্ডার আবরার (এক্স), বিএন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।