নড়াইল প্রতিনিধি || শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লোহাগড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারী) বিকালে পৌর যুবদলের কার্যালয়ে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মো: সাইফুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক নজরুল ইসলাম মোল্যা, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো: আক্তার হোসেন, বিএনপি নেতা সৈয়দ আব্দুস সবুর, শামসুল হক আজাদ, যুবদল নেতা আশিকুর রহমান স্বপন, ছাত্রদল নেতা সাজ্জাদ শিকদার, শরিফুল ইসলাম লায়ন, আলামিন শিকদার, রাসেল শেখ, আনিসুর রহমানসহ প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।