স্টাফ রিপোর্টার, খুলনা অফিস || খুলনা নগরীর তেতুলতলা মোড় এলাকায় শুক্রবার রাতে সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে অর্নব কুমার সরকার (২৫) নামে এক যুবককে হত্যা করেছে। নিহত অর্নব খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মাস্টার্সের ছাত্র।
সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, অর্নব শুক্রবার রাত ৯টার দিকে তেতুলতলা মোড়ে মোটর সাইকেলের উপর বসে চা খাচ্ছিলেন। এ সময় ৪/৫ জনের একদল সন্ত্রাসী এসে তাকে কুপিয়ে ও গুলি করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তবে হত্যার কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় কাউকে আটক করাও সম্ভব হয়নি।
নিহত অর্নব নগরীর সোনাডাঙ্গা থানার আবু আহম্মেদ সড়কের বাসিন্দা ঠিকাদার নীতিশ চন্দ্র সরকারের ছেলে।
অর্ণবের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার (মিডিয়া) মোহা. আহসান হাবীব বলেন রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত অর্ণবের লাশ খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ছিল।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, কারা বা কী কারণে তাকে হত্যা করেছে তা-ও প্রাথমিকভাবে বলা সম্ভব নয়। আমরা ঘটনাস্থল পরিদর্শনসহ সব কিছুর খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।