তেরখাদা ইউনিয়নে জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির
তেরখাদা প্রতিনিধি || শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৮ টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলার তেরখাদা উপজেলার তেরখাদা ইউনিয়ন শাখার উদ্যোগে স্থানীয় ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে কর্মী শিক্ষা শিবির~২০২৫ অনুষ্ঠিত হয়।
৫ নং তেরখাদা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুস সামাদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুহাঃ এমরান হুসাইন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন , খুলনা জেলা ও রাতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম , জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুন্সী মিজানুর রহমান , জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার কর্মী পরিষদ সদস্য অধ্যাঃ স.ম এনামুল হক , উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার মাওলানা শেখ হাফিজুর রহমান , উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম জাহেদী ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ নাহিদ হাসান।
কর্মী শিক্ষা শিবিরে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ছাগলাদাহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আহসান হাবিব লুনা , সেক্রেটারি মুজাহিদুল ইসলাম , তেরখাদা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাজ্জাদুল ইসলাম এবং বারাসাত ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ মাসুদুর রহমান।
দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে বক্তারা ইনফাক ফী সাবিলিল্লাহ, যুগে যুগে ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ , কোরবানি , আত্মগঠন , কর্মী গঠন , নেতৃত্বদান , আনুগত্য , পারমর্শ , মুহাসাবা , মুমিনের জিন্দেগীতে সালাতসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।