মুফতি আশরাফুল ইসলাম,খুলনা || ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল্লাহ ইমরান বলেছেন ইসলামী রাষ্ট্র গঠনে সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।তিনি বলেন ইসলাম দেশ ও মানবতার কল্যাণে দেশের সকল ইসলামী শক্তি ও মুসলমানসহ সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই
শুক্রবার (২৪শে জানুয়ারি) বিকাল ৩টায় দিঘলিয়া উপজেলা চৌরাস্তার মোড়ে ইসলামী আন্দোলন দিঘলিয়া ইউনিয়ন এর উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, দুর্নীতিবাজদের গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা,সংখ্যানুপাতিক (PR)পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও বন্ধকৃত খুলনার সকল মিল কলকারখানা চালুর দাবিতে আয়োজিত গণ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন এর সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন,পরিচালনা করেন ইউনিয়ন শাখা এর সেক্রেটারি মোহম্মদ হোসাইন লিটন।
গণ সমাবেশে আরো বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম,মাওলানা মোঃ আসাদুল্লাহ হামিদী মোঃ রেজাউল করিম সরদার, দিঘলীয়া উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ নূরুল হুদা সাজু, সেক্রেটারি মোঃ মুহিবুল্লাহ, শ্রমিক নেতা মোহাম্মদ ইকবাল হোসেন,যুবনেতা মুফতি ফজলুল হক ফাহাদ ছাত্রনেতা মোহাঃ এনামুল হাসান সাঈদ, ছাত্রনেতা মোঃ ফরহাদ মোল্লা , জাতীয় ওলামা মাশায়েখা আইম্মা পরিষদ দিঘলিয়া উপজেলা এর সভাপতি মুফতি আজিজুর রহমান সোহেল, মাওঃ শহিদুল ইসলাম, হাফেজ মাওলানা ড. রফিকুল ইসলাম, মাওলানা আবুল কালাম আজাদ, মুফতি আমিনুর রহমান, হাফেজ মাওলানা আশরাফুল করিম, মাওলানা জামিরুল ইসলাম মাওলানা মোঃ বিলাল হোসেন সাফি, হাফেজ মাওলানা আফজাল হোসাইন, মাওলানা রমজান আলী, মাওলানা সেলিমুল্লাহ,শেখ আব্দুস সালাম,মাওলানা মুফতি আক্তার হোসেন, হাফেজ আব্দুল হাকিম মাওলানা আশরাফুল ইসলাম,মাওলানা জামিরুল ইসলাম, মাওঃ বেলাল হোসেন সাফি, মাওলানা আব্দুল্লাহ মাওলানা ফেরদৌসুর রহমান প্রমুখ।
গনসমাবেশে বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।