শেখ মোঃ নাসির উদ্দীন, খুলনা || বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) রাত ৯ টায় হোগলাডাঙ্গা বাঁশবাড়িয়ায় নিজস্ব কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর হরিণটানা থানার দ্বি-বার্ষিক সম্মেলন ও শূরার অধিবেশন থানা সভাপতি মাওঃ সাইফুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম সজিবের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ বিডিআর আল আমিন, মোঃ হারুন অর রশিদ, মোঃ শাহ আলম, মোঃ মনির হোসেন, মোঃ মোজাম্মেল সরদার, মুফতি রবিউল ইসলাম, মোঃ তুহিন, মোঃ মিরাজ হোসেন, মোঃ আব্দুর রহিম, মাওঃ শহিদুল ইসলাম, মোঃ মোস্তফা কামাল, মোঃ অহিদুল ইসলাম, মোঃ ফারুক শেখ, মোঃ আজিবর আকন, মোঃ সোলেমান আকন, মোঃ হারুন কাজী, মোঃ আবু বক্কর, মোঃ সেলিম খান, মাওঃ কেএম আব্বাস আলী, মোঃ নজরুল ইসলাম, মোঃ ইসমাইল হোসেন দুলাল, ছাত্র আন্দোলনের মোঃ আতিকুল ইসলাম আতিক, মোহাম্মদ ইয়াসিন প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫ ও ২০২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে মোঃ আল-আমিন বিডিআর অবঃ, সহ-সভাপতি মাওলানা সাইফুর রহমান, মোঃ হারুনুর রশিদ, সেক্রেটারী মোঃ শহিদুল ইসলাম সজিব এবং জয়েন্ট সেক্রেটারি হিসেবে মুফতি রবিউল ইসলাম এর নাম ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।