মোঃ মাহাতাবুর রহমান ||‘আমার দেশ আমার অধিকার’ এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান শেখ সাখাওয়াত তানজীনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহমেদের সঞ্চালনায় উক্ত নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সমাবেশে আরো উপস্থিত ছিলেন ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম রিপন, কৃষক দলের সাবেক সহ দপ্তর সম্পাদক শেখ সাদী, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও ডিইএব ঢাকা জেলার আহবায়ক প্রকৌশলী এইচ এম আমিনুর রহমান আমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, এই দেশ কারা চালাবে তার সিদ্ধান্ত আসতো ভারত থেকে। দীর্ঘ ১৫ বছর যাবত বিএনপি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। অসংখ্য নেতা-কর্মীর মৃত্যু, ইলিয়াস আলী সহ অসংখ্য মানুষকে গুম করে হাসিনা সরকার চেয়েছিলো ক্ষমতা চিরস্থায়ী করতে। একটা ভোটের অধিকার পাবার অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট সরকার। শেখ হাসিনা বলেছিল,ভোট চান নাকি উন্নয়ন চান?। তিনি বলতেন, তারেক এসে দেশ চালাবে সেজন্য ভোট দেবো?
এই জ্যেষ্ঠ নেতা আরো বলেন,হাসিনা আবার ফিরে আসার ষড়যন্ত্র করছেন। ভারতের অজ্ঞাত স্থানে বসে নানাবিধ দেশবিরোধী ছক কষছেন। ৬ মাস পার হলেও অদ্যাবধি ফ্যাসিস্ট সরকারের বিচার করা হচ্ছে না। হাজার হাজার কোটি টাকা লুটপাট কারীদের সবাইকে এখনো ধরা হয়নি। তা নাকরে উল্টো জনগণের ওপরে কর চাপানোর প্রতিবাদ জানিয়ে তিনি প্রশ্ন করেন, আপনাদের ট্যাক্স বসানোর দায়িত্ব কে দিয়েছে? দয়াকরে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিবেন না।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।