এস এম তাজুল হাসান সাদ,স্টাফ রিপোর্টার|| স্কুলে যাওয়ার পথে ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত। নিহত শিক্ষার্থী দেবীশহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী ছিল। সে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কালাবাড়িয়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, নিহত শিক্ষার্থী মিম (০৮) রবিবার (২রা ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে তার স্কুল থেকে কিছুটা দুরে ইট বোঝাই ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই ট্রলির চাকায় পিষ্ট হয়ে সে মারা যায়।
স্থানীয়রা এ সময় ট্রলি ও চালককে আটক করে। খবর পেয়ে পুলিশ ও মিমের পরিবারের লোকজন ঘটনাস্থলে আসে।দেবহাটা থানার ওসি হযরত আলী ট্রলি চাপায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রলি ও চালক আটক করেন । আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।