ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি|| সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসব প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, সংস্কৃতি ও শুদ্ধতার দেবী।
সোমবার (৩রা ফেব্রুয়ারি) সকাল থেকে দেবী আরাধনায় মেতে উঠেছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।
দেশের বিভিন্ন বিদ্যাপীঠগুলোতে পূজা উপলক্ষে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। পূজা উপলক্ষে নগরীর বিভিন্ন মণ্ডপে আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার আয়োজন/ প্রস্তুতি রবিবার রাতেই শেষ হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট, বিএল কলেজ, সরকারি আযম খান কমার্স কলেজ, সরকারি সুন্দরবন কলেজ, সরকারি পাইওনিয়ার মহিলা মহাবিদ্যালয়, খুলনা সরকারি মহিলা মহাবিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট সহ বিভিন্ন মন্দির ও বাড়িতে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক নগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
যৌথ বিবৃতিতে নেতারা বলেন, সরস্বতী শান্তির বার্তাবহ, এই দিনের তাৎপর্য ও চেতনা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারলে কোথাও হিংসা, বিদ্বেষ ও বৈষম্যের অস্তিত্ব থাকার কথা নয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।