মোঃ রাজু হাওলাদার,খুলনা || খুলনায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা। এ উপলক্ষে সকাল থেকেই মন্ডপে মন্ডপে ভিড় দেখা যায় ক্ষুদার্থী ও দর্শনার্থীদের।
পঞ্চমী তিথি ব্যাপ্তিকাল সকাল ১০টা ২৭ মিনিট পর্যন্ত হওয়ায় এই সময়ের মধ্যে পূজার মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও পাড়া, মহল্লায়, ক্লাবে, এমনকি মানুষের বাড়িতে বাড়িতেও ঘটা করে দেবী পূজা অনুষ্ঠিত হয়েছে। দেবীর ভক্তরা পুরোহিতের সঙ্গে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেবীর চরণে পুষ্পার্ঘ্য ও বিল্যপত্র অর্পণ করে অঞ্জলি নিবেদন করেন।
এরপর পুরোহিত পূজা অন্তে হোম যজ্ঞ সম্পন্ন করেন। এছাড়া খুলনায় পূজা উপলক্ষে শত কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিশু শিক্ষার্থীরাও হাতে খড়ি নিয়েছে । পূজারথীরা মনে করেন দেবী সরস্বতী শুধুমাত্র বিদ্যায় দান করেন না তিনি মানুষের মধ্যে জ্ঞান-বুদ্ধি ও সৌন্দর্য দান করেন। একই সঙ্গে তিনি জাগতিক কল্যাণ সাধন করেন এছাড়া পূজারীরা মনে করেন দেবীর সরস্বতীর আশীর্বাদের মধ্য দিয়ে এই দেশ যে অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে সেটি আরো সুদৃঢ় করবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।