এস এম তাজুল হাসান সাদ,স্টাফ রিপোর্টার|| সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে ৩ জানুয়ারী সোমবার বিকাল ৫ টার দিকে সাতক্ষীরা শহরের কামালনগর এলাকা থেকে আনন্দ র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত আলোচনা মধ্য দিয়ে সমাপ্ত হয় এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, এম মনিরুজ্জামান,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল আহমেদ মানিক, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান মুকুল,শফিকুল ইসলাম বাবু, কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটন,সদস্য সচিব রবিউল ইসলাম ,জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ,জেলা তাঁতি দলের আহবায়ক হাসান শাহরিয়ার রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।