অতনু চৌধুরী(রাজু) বাগেরহাট প্রতিনিধি ||
বাগেরহাটের ফকিরহাটে শরীরে ইট বাঁধা ও গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পুকুর থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের জয়পুর এলাকার একটি পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ২৬বছর।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ ফেব্রয়ারি) সকাল ৭টার দিকে জয়পুর সাবেক ইউপি সদস্য সলেমান শেখের পািবারের লোকজন থানা-বাসন ধোয়ার জন্য পুকুরে যান। এসময় পুকুরে দুটি পা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে জানান।
খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীরসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শণ করেন। পরে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করেন।
ওই নারীর শরীরে জামা-পাজামা, লাল ওড়না ও বোরখা পরিহিত রয়েছে। পায়ে মোজা ও কাঁধে একটি সাইড ব্যাগ রয়েছে।
শেখ অহিদুল জামান, আ. হান্নান শাহ ও আ. হামিদসহ স্থানীয়রা জানান, পুকুরে এক নারীর মরদেহ পাওয়া গেছে এমন খবরে তারা ঘটনাস্থলে আসেন। অজ্ঞাত ওই নারীকে কেউ চিনতে পারেনি। মরদেহে কিছুটা পচন ও ফুলে যাওয়ার ফলে তার শরীর ও মূখমন্ডল কিছুটা বিকৃত হয়ে গেছে। যে কারনে তাৎক্ষনিকভাবে বোঝা যাচ্ছে আসলে ওই নারী কে বা কি তার পরিচয়।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম আলমগীর কবীর বলেন, শরীরে ইট বাধাঁ, গলাই কালো রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পুকুর থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুকুর পাড় থেকে একটি জুতা উদ্ধার করা হয়। এ ব্যাপারে পিবিআই ও সিআইডি দলকে খবর দেয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গত দুদিন আগে ওই নারীকে হত্যা করে পুকুরে মরদেহ ফেলে দেয়া হতে পারে। অজ্ঞাত ওই নারীর পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। তবে কি কারনে কারা তাকে হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে। মরদেহের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।