অতনু চৌধুরী(রাজু),বাগেরহাট জেলা প্রতিনিধি|| বগেরহাটের মোংলায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ উভয় পক্ষের অন্তত ৮’জন আহত হয়েছে।
গত সোমবার (০৩ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ৯’টায় মোংলা পৌর শহরের মিয়াপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ হামলায় বিএনপির আহতরা হলেন, জসিম, মাহাবুব, লিটন ও দিলরুবা। আওয়ামী লীগের শহিদুল মোল্লা, নাঈম মোল্লা, সাদ্দাম মোল্লা ও পারভীন।
আহতদের মধ্যে বিএনপির চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর আওয়ামী লীগের আহতরা বাড়িতে রয়েছেন। তারা (আওয়ামী লীগ) ভয়ে হাসপাতালে যেতে পারছেন না বলে দাবি করেছেন।
এদিকে আহত বিএনপির কর্মীরা বলছেন, আওয়ামী লীগের নেতা শহীদুলের বাড়িতে গোপন মিটিং হচ্ছিল। সেখানে গেলে তারা আমাদের উপর হামলা করে।
আওয়ামী লীগের আহতরা দাবি করেন, বিএনপির লোকজন তাদের উপর অতর্কিত হামলা চালায়।
মোংলা থানার পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, ঘটনাস্থলে পুলিশ ও নৌবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এবং ঘটনায় এখনও পর্যন্ত কারো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।