রাজু হাওলাদার,খুলনা জেলা প্রতিনিধি || খুলনায় নৌকা বাইচ ২০২৫ অনুষ্ঠিত করার লক্ষ্যে গতকাল (৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুর ১২ টায় বিভাগীয় প্রশাসন খুলনার ব্যবস্থাপনায় খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’এই স্লোগানকে সামনে রেখে ‘তারুণ্যের উৎসব ২০২৫-উদযাপনের অংশ হিসেবে বিভাগীয় প্রশাসন খুলনার ব্যবস্থাপনায় আগামী ০৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ দুপুর ১২ টায় খুলনা জেলার রূপসা নদীতে ১নং কাস্টমস ঘাট হতে যান জাহান আলী সেতু পর্যন্ত একটি আকর্ষণীয় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে উৎপাদনশীল কাজের সাথে যুক্ত রাখতে এবং খুলনাবাসীকে নির্মল বিনোদন উপভোগের সুযোগ করে দেয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
নৌকা বাইচ আবহমান বাংলার সংস্কৃতির একটি অংশ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই উৎসবটি আজ প্রায় হারিয়ে যেতে বসেছে। বিভাগীয় প্রশাসন খুলনার উদ্যোগে আয়োজিত এই নৌকা বাইচে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নৌকা বাইচের ১০ (দশ) টি দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী দলকে ৭৫০০০/- (পঁচাত্তর হাজার টাকা), ২য় স্থান অর্জনকারী দলকে ৫০০০০/- (পঞ্চাশ হাজার টাকা) এবং ৩য় স্থান অর্জনকারী দলকে ৩০০০০/-(ত্রিশ হাজার টাকা) পুরস্কার হিসেবে প্রদান করা হবে।
নৌকা বাইচ উপলক্ষে আগামী ০৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ সকাল ১১ টায় একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পুলিশ এর বাদক দল,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাদক দল সহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণের মাধ্যমে র্যালীটি খুলনার হাদিস পার্ক থেকে শুরু হয়ে ১নং কাস্টমস ঘাটে পৌঁছে সমাপ্ত হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।