কুমিল্লা, প্রতিনিধি || কুমিল্লার চৌদ্দগ্রামে গত শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে কনকাপৈত ইউনিয়নের তারাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে টিসিবি পণ্য বিতরণে ব্যাপক অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ ও কার্ডধারীরা পণ্য না পাওয়ায় প্রতিকার চেয়ে এবং উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন করেছে ভুক্তভোগিরা ও এলাকাবাসী।
এ সময় বক্তব্যে ভুক্তভোগিরা সহ স্থানীয় সচেতন মহল জানান, টিসিবি কার্ডধারীদের মাঝে পণ্য বিক্রির নির্দেশনা থাকলেও টিসিবি ডিলার, ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ ও স্থানীয় বিতরণকারীদের গাফলতিতে কার্ডধারী শতাধিক ব্যক্তি টিসিবি পণ্য পায়নি। এতে হতদরিদ্র মানুষরা ব্যাপক হয়রানির শিকার হচ্ছে। বিষয়টির জবাব চাওয়ায় কনকাপৈত ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় মেম্বারদের সাথে বাকবিতন্ডার ঘটনাও ঘটে। এ বিষয়ে প্রতিকার, জড়িতদের শাস্তি ও কার্ডধারীদের মাঝে শীঘ্রই টিসিবি পণ্য বিতরণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সুষ্ঠু সমাধান না পেলে আমরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিব।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের ‘আ কা ব’ মার্কেটে এ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, মো: নুরুল হক মজুমদার, মো: ফারুক হোসাইন মজুমদার, অবসরপ্রাপ্ত নৌ-বাহিনী কর্মকর্তা মো: এনামুল হক ভূঁইয়া, ডা. মুজিবুল হক দুলাল, কাজী তমিজ উদ্দিন বকুল, এয়াছিন মোল্লা, মো: মনির হোসেন, রুহুল আমিন, মো: এয়াছিন মজুমদার, কালু মিয়া, মো: সিয়াম হোসেন, প্রতিবন্ধী আব্দুর রশিদ, জন্মান্ধ মো: আবু সায়েদ সহ সিটিবি কার্ডধারী ভুক্তভোগি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে জানতে কনকাপৈত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মীর হোসেন এর ব্যবহৃত মোবাইল নম্বরে (০১৮২৪-৩৯৯৪০৩) বারবার কল করলেও তিনি কলটি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।