এস এম তাজুল হাসান সাদ,স্টাফ রিপোর্টার|| সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে “পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫” এর উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) সাতক্ষীরা মোঃ মোকবুল হোসেন, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ডাঃ রোকেয়া আখতার।
পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, সহকারি পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান, পুলিশ হাসপাতাল, সাতক্ষীরার ডাঃ আবু হোসেনসহ জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, পেশাগত কাজের পাশাপাশি দেহমন সুস্থ রাখতে এবং শরীর গঠন ঠিক রাখতে খেলাধুলা একান্ত প্রয়োজন, খেলাধুলা কাজের গতিকে আরও বাড়িয়ে দেয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে ৮ টি দল নিয়ে অনুষ্ঠিত পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন পুলিশ অফিস টিম বনাম সদর সার্কেল টিম।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।