সুমাইয়া ইসলাম,খুলনা|| ফ্যাসিবাদের কোনো চিহ্ন না রাখার ঘোষণা দিয়ে শুরু হয়েছে লংমার্চ টু ধানমন্ডি ৩২। ছাত্র জনতার ব্যানারে ভাঙা হয়েছে ৩২ নাম্বার বাড়ি। দেশের প্রত্যেকটি স্থান থেকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভ। ঢাকা , খুলনা, রংপুর, বরিশাল সহ জেলায় জেলায় তান্ডব চালায় ছাত্রজনতা। এই ভাঙচুরের মূল কারণ ফ্যাসিস্টদের কোনো চিহ্ন রাখতে চায় না ছাত্রজনতা।
গত ৫ ফেব্রুয়ারি ২০২৫,রাত ৮ টা থেকে শুরু হয়েছে ধানমন্ডি ৩২ ভাঙচুর, দেওয়া হয়েছে আগুন শুধু তাই নয় ৬ ফেব্রুয়ারি ২০২৫ রাত ১২ টা বেজে ৪৬ মিনিট বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে ধানমন্ডি ৩২।
” জ্বালো জ্বালো আগুন জ্বালো ,দিয়েছি তো রক্ত আরো দিবো রক্ত,রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিল্লি না ঢাকা ,ঢাকা ঢাকা , ” স্লোগানের মাধ্যমে ভাঙা শুরু হয়েছে বুলডোজার দিয়ে ধানমন্ডি ৩২ ।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া গুপ্ত ভাসন মানতে না পেরে শেখ পরিবারের পরিচিতি এবং স্মৃতিস্তম্ভ বাংলাদেশের মাটি থেকে মুছতে ছাত্র জনতা চালিয়ে যাচ্ছে বিক্ষোভ। চলছে অগ্নিকাণ্ড এবং বুলডোজার দিয়ে ভাঙচুর।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সূধা সদন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় বরিশালে বুলডোজার দিয়ে আমির হোসেন আমুর বাসভবনে ভাঙচুর করা হয়েছে ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।