আমজাদ হোসেন, নওগাঁ || নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধ ও বিলে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় জামরুল ইসলাম ওরফে জামু (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ১১ নম্বর কালিকাপুর ইউনিয়নের চকমানিক গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের মতে, নিহত জামরুল ইসলাম চকমানিক গ্রামের হাসান আলীর ছেলে। আর অভিযুক্ত আবুল ও তার ছেলে আব্দুল মতিন একই গ্রামের বাসিন্দা। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই জামুর সঙ্গে আবুলের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে বাড়ির পাশের একটি বিলে কুয়াই মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আবুল ও তার ছেলে মতিন জামুর ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান জামু।
হত্যাকাণ্ডের পর আবুল পালিয়ে গেলেও স্থানীয়রা তার ছেলে মতিনকে ধরে ফেলে এবং পুলিশের কাছে হস্তান্তর করে।
নিহতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা হত্যাকাণ্ডের প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না। আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
নিহত জামুর পরিবারের সদস্যরা দাবি করেন, দীর্ঘদিন ধরেই আবুল ও তার পরিবারের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। তারা আগে থেকেই হুমকি দিয়ে আসছিলেন। হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত বলে দাবি করেন স্বজনরা।
এদিকে, এ ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টাখুন মূলক শাস্তির দাবিতে স্থানীয়রা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।