ইমরুল ইসলাম ইমন খুলনা প্রতিনিধি || যৌথ বাহিনীর অভিযানে খুলনা নগরীর সোনাডাঙ্গা থেকে একটি অস্ত্র উদ্ধার হয়েছে। ৭ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার অন্তর্গত লায়ন্স স্কুল সংলগ্ন এলাকায় বাংলাদেশ যৌথ বাহিনী কন্টিনজেন্ট কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনাকালে উক্ত এলাকা হতে একটি রিভলভার উদ্ধার করে।
জানা গেছে, লায়ন্স স্কুল এন্ড কলেজে এর পেছনের রাস্তা সংলগ্ন একটি ফাঁকা জায়গায় ঝোপের আড়ালে একটি কাগজের বাক্সে রাখা ০১টি রিভলবার উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্রটির সোনাডাঙ্গা থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে ।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ যৌথ বাহিনীর নিয়মিত অভিযান চলমান থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।