শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি|| হাড়কাঁপানো শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত দক্ষিন খুলনার অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প কপিলমুনির কাশিমনগর দাশ পাড়ায় মানুষের কল্যাণে গড়ে ওঠা সামাজিক সংগঠন প্রজ্ঞা ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই পাইকগাছা সভাপতি ও কপিলমুনি প্রেস ক্লাবের আহবায়ক বিশিষ্ট সাংবাদিক মোঃ শফিউল ইসলাম হাজরা।কাশিমনগর দাশ পাড়ায় আয়োজিত শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজ্ঞা ফাউন্ডেশনের চেয়ারম্যান রূপ কুমার সরকার, বিশেষ অতিথি ছিলেন মনোরঞ্জন দাস সহ-সভাপতি প্রজ্ঞা ফাউন্ডেশন,শিক্ষক পার্থ গোলদার,সাংবাদিক তপন কুমার পাল,বিপুল কান্তি দাস,পল্লী চিকিৎসক শিমল বিশ্বাস,সাংবাদিক শেখ খায়রুল ইসলাম। উপস্থিত ছিলেন পঙ্কজ, রুহিত, তরুণ,সন্ন্যাসী,সঞ্জয়,সুমন, অসীম, গোপাল, রাজকুমার,রবি,চায়না,গৌরঙ্গ সহ অনেকে।
উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হন এবং বক্তব্য রাখেন প্রজ্ঞা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা (USA) প্রবাসী উত্তম সাহা, মুনমুন সাহা ও ভিক্টর। উল্লেখ্য তনিমা মৌরিন পল (USA) এর অর্থায়নে দেড়শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ ও অসুস্থ ব্যক্তিদের ফ্রি মেডিকেল সেবা প্রদান করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।