পরেশ দেবনাথ,কেশবপুর, যশোর|| যশোরের কেশবপুরে শেকড়ের সন্ধানের ২৬তম বর্ষপূর্তি ও কবিতা উৎসব-২০২৫ উৎযাপিত হয়েছে। যা কিছু মানুষের কল্যাণে-তারই সাথে,”শেকড়ের সন্ধানে” আর্তমানবতার কল্যাণে নিবেদিত। স্বেচ্ছাসেবী বে-সরকারি উন্নয়ন সংস্থা যশোরের কেশবপুর শেকড়ের সন্ধানের আয়োজনে, শেকড়ের সন্ধানে ফাউন্ডেশন (এস.এস.এফ)-এর বাস্তবায়নে, প্যারামেডিক্যাল এ্যান্ড টেকনোলজি ফাউণ্ডেশনের সহযোগিতায় সুশীল সমাজ গঠনে করণীয় ও আত্মমানবতার কল্যাণে শেকড়ের সন্ধানের ২৬তম বর্ষপূর্তি ও কবিতা উৎসবে মোড়ক উম্মোচন, সম্মাননা, আবৃত্তি প্রতিযোগিতা, শিক্ষার্থী সংবর্ধণা ও শিক্ষাবৃত্তি প্রদান (নগদ অর্থ), পুরস্কার প্রদান, সাহিত্যালোচনা, পরিচিতি ও বিচিত্রানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ‘শেকড়ের সন্ধানে”র পরিচালক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান মায়া ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, “শেকড়ের সন্ধানে”র সাহিত্য পরিষদের সভাপতি মোঃ আব্দুল কাদের শনিবার (১১ জানুয়ারী-২৫) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত “পিটিএফ” মিলনায়তনে (কেশবপুর মাইকেলমোড়) “শেকড়ের সন্ধানে” উপদেষ্টা পরিষদের সভাপতি এ. কে আজাদ (ইকতিয়ার)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মুলবক্তব্য, বিষয়বস্তু, দিকনির্দেশনা প্রদান ও “শেকড়ের সন্ধানে” র প্রতিষ্ঠাতা-সম্পাদক/পরিচালক শেখ মিজানুর রহমান মায়া ও খুলনা টেলিভিশনে কবিতা পাঠক চারণ কবি ও কৃষ্টিবন্ধন, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য বাবুল আহম্মেদ তরফদার-এর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, প্রফেসর ড. সন্দীপক মল্লিক, বাংলা বিভাগ, ফার-ইস্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট, ঢাকা।
অনুষ্ঠানে শুভ উদ্বোধনী ঘোষনা করেন, সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমান। উদ্বোধনী ঘোষনায় জাতীয় পতাকা, সংগঠনের পতাকা ও সংগঠনের মনোগ্রাম প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন, “কৃষ্টিবন্ধন”, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, কবি ও প্রফেসর ড. সবুজ শামীম আহসান। সংবর্ধিত অতিথি ছিলেন, “শেকড়ের সন্ধানে”র চিকিৎসা উপদেষ্টা ও দাতা সদস্য, কবি-ছড়াকার রাশিদা আখতার লিলি। বিশেষ আলোচক ছিলেন, চৌগাছা সাহিত্য পরিষদের সভাপতি শেখ মাফিজুল ইসলাম ও সাতক্ষীরা কবিতা পরিষদের সভাপতি, (কবি ও আবৃত্তি শিল্পী) মন্ময় মনির।
বিশেষ অতিথি ছিলেন, যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতি পরিষদের সভাপতি ও খুলনা টেলিভিশনে কবিতা পাঠক ডা. মোকাররম হোসেন, যশোর বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, সাপ্তাহিক পল্লীকথার তথ্য প্রযুক্তি ও ব্যবস্থাপনা সম্পাদক দেবব্রত ঘোষ, শেকড়ের সন্ধানে’র সাহিত্য উপদেষ্টা, ডাঃ আবু বক্কর সিদ্দিক, “শেকড়ের সন্ধানে”র সাংগঠনিক উপদেষ্টা, “কৃষ্টিবন্ধন”, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপকএম কবি এম এ কাশেম অমিয়, “শেকড়ের সন্ধানে”র সমাজসেবা উপদেষ্টা প্রফেসর নজরুল ইসলাম, “শেকড়ের সন্ধানে”র মিডিয়া উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক এস আর সাঈদ,, “শেকড়ের সন্ধানে’র মানবাধিকার উপদেষ্টা ও বিশিষ্ট সংবাদিক শামীম আখতার মুকুল ও “কৃষ্টিবন্ধন”, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক কবি এম এন এস তুর্কী প্রমূখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি “শেকড়ের সন্ধানে”র চিকিৎসা উপদেষ্টা ও দাতা সদস্য, কবি-ছড়াকার রাশিদা আখতার লিলি জানান, ‘আমি শুধু কেশবপুর ও মনিরামপুরসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় শিক্ষাবৃত্তি প্রদান করে থাকি, আপনারা আমাট জন্য দোয়া করবেন।’ এই মহান দাতা সদস্যকে উপস্থিত সকলে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন।
গান, ছড়া, কবিতা পাঠ করেন, কেশবপুর মহিলা কলেজের অধ্যাপক ও কবি ভদ্রাবতী বিশ্বাস, অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলী আহম্মদ, বাংলাদেশ বেতারে কবিতা পাঠক ডাঃ মোকাররম হোসেন, কবি ও ডাঃ মকবুল হোসেন, আব্দুস সালাম মুর্শিদি, ছড়াকার নাফিজা, সুরাইয়া, আব্দুল হাই, নাফিশ রহমান মুনিয়া, তৌহিদুজ্জামান, ফারহানা জেরিন, মৌলীসহ আরও অনেকে।
শেকড়ের সন্ধানের ২৬তম বর্ষপূর্তি ও কবিতা উৎসব- ২০২৫-এর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মোড়ক উম্মোচন, অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান, আবৃত্তি প্রতিযোগিতা, শিক্ষার্থী সংবর্ধণা ও চারজন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান (নগদ অর্থ) করা হয়। কবিতা ও ছড়ায় বিজয়ীদের পুরস্কার প্রদান, সাহিত্যালোচনা, পরিচিতি ও বিচিত্রানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পঞ্চাশোর্ধ কবি, সাহিত্যিক, ছড়াকার উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়।
০৮/০২/২৫
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।