মোঃ মনির খান, স্টাফ রিপোর্টার|| ৮ফেব্রুয়ারি শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা সদরের কাচিয়া ইউনিয়ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ডাকাত সদস্য মোঃ হানিফ কে আটক করা হয় ।
এ সময় তার কাছ থেকে ইয়াবা ও গাঁজার মতো মাদক দ্রব্যাদি আটক করা হয়। এছাড়াও বাংলাদেশ পুলিশের ব্যবহৃত এক পেয়ার ইউনিফর্ম (বরিশাল রেঞ্জের লোগো সম্মিলিত শার্ট ০২টি, বেল্ট ০১টি ও বুট একজোড়া), দেশীয় অস্ত্র,০১টি মোবাইল ফোন ও নগদ টাকা ২ লক্ষ ৫ শত মাত্র উদ্ধার করা হয়।
আটকৃত মাদক ব্যবসায়ী হানিফের নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকা সমূহে বাংলাদেশ নৌবাহিনী এর নিয়মিত যৌথ অভিযান চলমান থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।