নিজস্ব সংবাদদাতা , তেরখাদা || খুলনা জেলার তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান সংগীয় এস আই রবীন্দ্র নাথ পোদ্দার ও পুলিশ ফোর্স নিয়ে উপজেলার বলর্দ্ধনা এলাকায় অভিযান চালিয়ে বলর্দ্ধনা বাজারের সুমনের দোকানের সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ রবিউল শিকদার ( ২৭ ) কে গ্রেফতার করেন।
সে বলর্দ্বনা গ্রামের জাফর শিকদারের পুত্র। এ ব্যাপারে তেরখাদা থানায় মামলা হয়েছে। এছাড়া অফিসার ইনচার্জ মেহেদী হাসান সংগীয় অফিসার ফোর্স নিয়ে আজগড়া এলাকায় গত ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান পরিচালনা করে আজগড়া তিমির টিকাদারের দোকানের মধ্যে হতে জুয়া খেলা অবস্থায় ৫ জন জুয়াড়িকে আটক করেন।
অফিসার ইনচার্জ মেহেদী হাসান জুয়া খেলা অবস্থায় ১০৪ পিচ তাস, ১হাজার ৪শত টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত একটি খাতা উদ্ধার করেন।
এ ব্যাপারে পলাতক আসামীসহ ৬ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।