মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। খুলনার পাইকগাছা সরকারী বালিকা বিদ্যালয়ের দুর্নীতিবাজ প্রধান শিক্ষিকার অপসারণসহ বিভিন দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার সকালে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন ।
শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পঠ করেন দল নেতা ফারহানা ইসলাম রিতু। সংবাদ সম্মেলনে তিনি জানান, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভৈরবী রাণী রায় একজন অসুস্থ, মানষিক ভারসাম্য়হীন দুর্নীতিবাজ শিক্ষক। তিনি ঠিকমত অফিস করেন না। তার বিরুদ্ধে আমরা গত নভেম্বর মাসের ১০ তারিখ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সড়ক অবরোধসহ নানা কর্মসূচী পালন করি।
কতৃপক্ষের আশ্বাসে আমরা সে আন্দোলন প্রত্যহার করি। কিন্তু তার দু-মাস অতিবাহিত হলেও আজও পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি।একারণে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে আবাও কর্মসূচি গ্রহ করেছে। তারা অবিলম্বে প্রধান শিক্ষিকা ভৈরবী রাণী রায়ের অপসারণ,বিদ্যালয়ে সুপীয় পানির ব্যবস্থা করণ,আইসিটি ল্যাব,সায়েস্স ল্যাব চালু,আইডি কার্ড,সিলেবাস প্রদান ও সেশন চার্জ কমানোর দাবী করেন।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন,সৈয়দা তানহা জেরি,অস্মী নিঝুম,আফসারা নেওয়াজ,চাহাত,তৃষা মন্ডল,ও সাওরাত সামিরা মিতুসহ অনেকেই। প্রধান শিক্ষকা ভৈরবী বিদ্যালয়ে না থাকায় তার মতামত নেয়া সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী অফিসার সরকারী কাজে বিদেশে থাকায় তারও মতামত নেয়া সম্ভব হয়নি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।