আমজাদ হোসেন নওগাঁ|| নওগাঁর মান্দায় প্রায় অর্ধশতাধিক সবজি ব্যবসায়ীরা ইউএনও অফিসের সামনে সবজির দোকান বসিয়ে তা বিক্রির করতে দেখা গেছে।
রবিবার দুপুরে সবজি ব্যবসায়ীরা অধিকার ফিরে পেতে ইউএনও অফিসের সামনে তারা অস্থায়ী বাজার দিয়ে সবজি বিক্রি শুরু করেন।
সরেজমিনে গেলে সবজি ব্যবসায়ী শামসুল ইসলাম, আব্দুর গফুর, কুদরত আলী জানান,প্রসাদপুর বাজারের সবজি ব্যবসায়ীরা অধিক মুনাফায় সবজি বিক্রি করে ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছেন। সপ্তাহে দুই হাটের দিনে আমরা কম দাম সবজি বিক্রি করার কারণে আমাদেরকে বাজার বসতে দেয় না। নিরুপমা হয়ে আজকে ইউএনও অফিসের সামনে সবজির বাজার বসিয়েছি। যতদিন মিমাংসা না হবে, ততদিন আমরা এখানে সবজি বিক্রি করবো।সবজির বাজার উন্মুক্ত করে বাজারে সবজি বিক্রির অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। প্রসাদপুর সবজি বাজার উন্মুক্ত থাকলেও টাকার বিনিময়ে তারা জায়গা ক্রয় করেছেন বসেছেন। সবজির বাজার এখন মদিখানাতে রুপান্তরিত করেছে তারা। এখন সবজি বাজার উন্মুক্ত না থাকার কারণে তারা সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসা করে যাচ্ছেন। আমরা চাই সবজির বাজার সব ব্যবসায়ী ও সাধারণ কৃষকদের জন্য উন্মুক্ত করা হোক।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া বলেন, প্রসাদপুর সবজি বাজারে কৃষকদের সবজি বিক্রির বাধা দেওয়ার অভিযোগের ভিত্তিতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কৃষকরা বাজারে যেন সবজি বিক্রির করতে পারে তার ব্যবস্থা করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।