মোঃ রাজু হাওলাদার, খুলনা || খুলনা সদর থানাধীন ১৬৮ বুড়ো মৌলবির দরগা মেইন রোডস্থ আশরাফুল এর বাড়ির ভাড়াটিয়ার হাত পা কাটা ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার ০৯ ফেব্রুয়ারি বিকাল ৫ ঘটিকার সময় খুলনা থানাধীন বুড়ো মৌলবির দরগা মেইন রোডস্থ আশরাফুল আলমের ৩ তলা বাড়ির নিচতলার ভাড়াটিয়া মোঃ সোহেল রানা (৩২)এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।সোহেলের পিতা মৃত আশরাফ শেখ, সাং মাতা জয়না বিবি, সাং চড়াইচা, থানা বন্দর জেলা বরিশাল।
জানা যায়, সোহেলের শশুরবাড়ি বান্দা বাজার কামার গলি এলাকায়, স্ত্রী শারমিনের সাথে রাত্রি যাপন করে আনুমানিক সকাল ১০:৩০ ঘটিকার সময় ডাক্তার দেখানোর কথা বলে বের হয়ে আসে। তারপর তার স্ত্রী বারবার ফোনে যোগাযোগ করলে, ফোনে না পেয়ে ভিকটিমের আত্মীয়-স্বজন ভাড়াটিয়া কক্ষের দরজা ভেঙ্গে শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলতে দেখে।এসময় ঝুলন্ত অবস্থায় ভিকটিমের কপালে, হাতে, পায়ে,ছুরি দিয়ে কাটা দেখা যায়। রান্নাঘরে, ডাইনিং রুমে এবং যেখানে ঝুলে আছে সেখানে প্রচুর রক্তক্ষরণের চিন্হ দেখা যায়। ফ্লোরে ও রান্নাঘরে বেসিং এর মধ্যে ২টি ছুরি পাওয়া যায়।
স্বজনদের ধারণা ভিকটিম তার বড় ভাই খোকনের সাথে টাকা পয়সা জমি জায়গা নিয়ে ব্যাপক মনোমালিন্য ছিল, ভিকটিম দীর্ঘদিন সাউথ কোরিয়ায় থাকতেন এবং সেখান থেকে টাকা পয়সা সবকিছু বড় ভাই খোকনের কাছে পাঠিয়েছিলেন। খোকন তার ভাইকে টাকা পয়সা, সম্পত্তি সন্তোষ জনক ভাবে বুঝিয়ে দিতে না পারার জের ধরে এ ধরনের হত্যাযজ্ঞ ঘটাতে পারে বলে ধারনা ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।