নিজস্ব সংবাদদাতা || খুলনা জেলার রুপসা উপজেলার গ্লোরী জুট মিল এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারধরের ঘটনায় দুইজন আহত হয়েছেন। গত শুক্রবার (৭ই ফেব্রুয়ারী) আনুমানিক চারটায় এ ঘটনা ঘটে। ঘটনায় ভুক্তভোগি রোমানা আক্তার বাদী হয়ে রুপসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মো: কামাল (৪৫), মো: সাইদ(৬০) এবং মো: সুমন(৪০) এর বিরুদ্ধে রোমানা আক্তার এ অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রোমানা আক্তার এবং মো. মনরুিজ্জামান দম্পত্তির নামে গ্লোরী জুট মিল এলাকায় জমি রয়েছে। সে জমি জোরপূর্বক দখল নিতে চায় বিবাদী মো: কামাল (৪৫)। বিবাদী কামালের অপর দুইজন সহযোগী মো: সাইদ(৬০) এবং মো: সুমন(৪০) তার জমি থেকে বিভিন্ন প্রকার ফল ও গাছ জোরপূর্বক কেটে নিয়ে যায়। এ বিষয়ে নিষেধ করলে বিবাদীরা রোমানা আক্তারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বিবাদীরা গাছ কাটছে এমন সংবাদ জানতে পেরে বিকাল আনুমানিক ৪টার দিকে জমিতে যেয়ে বাদী ও তার ভাই জমিতে যেয়ে দেখতে পান যে জমির কিছু গাছ কাটা রয়েছে। গাছ কাটা সম্পর্কে বিবাদীদের জিজ্ঞাসা করলে মো. সাইদ বাদীর নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। যার প্রতিবাদ করলে মো. কামাল গাছের ডাল দিয়ে মাথা বরাবর সজোরে বারি মারে। তখন বাদী সরে যাওয়ায় বারিটি তার পিঠে লেগে মারাত্বক কালশিরা ফোলা জখমের সৃষ্টি হয়। বাদীর ভাই তাকে বাঁচাতে এগিয়ে আসলে মো. কামাল হাতে থাকা কচা গাছের ডাল দ্বারা এবং মো. সুমনের হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা বাদীর ভাই লোকমান হোসেনকে এলোপাতাড়িভাবে মারতে থাকে। যার ফলে লোকমান হোসেনের শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত ফোলা জখম হয়। মারামারির সময় রোমানা আক্তারের গলায় থাকা আট আনা ওজনের স্বর্নের চেইন জোরপূর্বক ছিনিয়ে নেয়। বাদীর ভাই বাঁধা দিতে গেলে মো. কামাল তার ভাইয়ের বাম হাতে কামড় বসিয়ে দেয়। এক পর্যায়ে বিবাদী তিনজন বাদীর পরনের ওড়না ও বোরখা ধরে সজোরের টানাটানি করিয়া বোরখা ও ওড়না ছিড়ে ফেলে এবং শ্লীলতাহানির চেষ্টা করে। পরবর্তীতে মো: কামাল (৪৫), মো: সাইদ(৬০) এবং মো: সুমন(৪০) রোমানা আক্তার এবং লোকমান হোসেনকে চর, কিল, ঘুষি ও লাথি মারে।
প্রত্যক্ষদর্শী রুহুল আমিন বলেন, কামাল হোসেন নিজ জমিতে বাউন্ডারি দেয়ার পর অতিরিক্ত জমি দাবী করে। এরপর কোন কথা ছাড়াই গাছগাছালি কেটে ফেলে। কলাগাছগুলো কেটে ফেলে। শুক্রবার এ নিয়ে কথা বলার সময় রোমানা আক্তারকে তারা ব্যাপক মারধর করে। গলা চেপে ধরে। তখন আমার স্ত্রী এবং আমি ঠেকাতে যেয়ে লাঞ্চিত হই।
বিবাদী সাইদ মারধরের ঘটনা অস্বীকার করে বলেন, আমরা কোন মারধর করি নি। মারধর করেছেন রোমানা আক্তার। সে আমার গলা চেপে ধরে। আমি কাইকে মারধর করিনি।
বিবাদী মো. কামাল বলেন, ইচ্ছাকৃতভাবে কোন মারধরের ঘটনা ঘটেনি। তবে এ বিষয়টি রোমানা আক্তারদের সাথে কথা বলে আমরা মিটিয়ে নেব।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা রুপসা থানার উপ—পরিদর্শক সৌরভ দাস বলেন, অভিযোগটি পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।