শরিফুল ইসলাম || খুলনা মহানগর ডিবি পুলিশের অভিযানে মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জাহিদ হোসেন খান ও নগরীর ২৫নং যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক ফৌজিয়া আক্তারকে আটক করা হয়েছে।
মোঃ জাহিদ হোসেন খান (৫০) সোনাডাঙ্গা মডেল থানা এলাকার ১৮ নং ওয়ার্ড ছাত্তার বিশ্বাস সড়কের মৃত আনোয়ার হোসেন খানের ছেলে।এবং কাজী ফৌজিয়া আহম্মেদ নুপুর নগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকার ২৫ নং ওয়ার্ডের আল আমিন মহল্লার কে,এম রাশেদ আহম্মেদের স্ত্রী ও আলী আহম্মেদ পান্নার কন্যা।
কেএমপি সূত্রে জানা যায়, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে মঙ্গলবার ভোর ৪টার দিকে সোনাডাঙ্গা মডেল থানা এলাকার নিজ বাসা থেকে কাজী ফৌজিয়া আহম্মেদ নুপুর (২৯) কে আটক করা হয়। নুপুর খুলনা সদর থানার মামলা নং-১৯।
কাজী ফৌজিয়া আহম্মেদ নুপুর (২৯) বিগত সরকারের আমলে খুলনা মহানগর আহবায়ক কমিটির যুব মহিলালীগের ০৪নং সদস্য এবং খুলনা মহানগর ২৫নং ওয়ার্ড যুব মহিলালীগের সাধারণ সম্পাদিকা। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার অভিযোগ রয়েছে।
অপরদিকে খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সোনাডাঙ্গা মডেল থানা এলাকা হতে মোঃ জাহিদ হোসেন খান (৫০) কে গ্রেফতার করা হয়। জাহিদ হোসেন খুলনা সদর থানার মামলা নং-১৯।
মোঃ জাহিদ হোসেন খান বিগত সরকারের আমলে খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি। আটককৃতদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।