হাসান মাহিম,খুলনা প্রতিনিধি || সবুজ নেতৃত্ব গড়ে তুলতে ও তরুণদের জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে পরিবেশবাদী সংগঠন ১টাকায় বৃক্ষরোপণের আয়োজনে খুলনায় অনুষ্ঠিত হয়েছে ‘গ্রীণ লিডার্স বিল্ডাপ কর্মশালা।’ গত১২ ফেব্রুয়ারী বুধবার খুলনা পরিবেশ অধিদপ্তরের হল রুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সাদিকুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কোস্টাল লাইভলিহোড এণ্ড ইনভাইরোমেন্টাল একশন নেটওয়ার্কের প্রধান নির্বাহী ও পরিবেশবীদ হাসান মেহেদী, ১টাকায় বৃক্ষরোপণের সভাপতি শেখ আব্দুল্লাহ্ ইয়াছিন, ক্লাইমেট ফ্রন্টিয়ারের অপারেশন লিড জুবায়ের ইসলাম, টুওয়ার্ডস সাস্টেইনেবিলিটির মানব সম্পদ সম্পাদক আশরাফ ফাহিম অনিক।
প্রধান অতিথির বক্তব্যে খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সাদিকুল ইসলাম বলেন, ১টাকায় বৃক্ষরোপণ ঢাকা, চট্টগ্রামের পর খুলনায় এমন আয়োজন করছে। এমন আয় আরও দরকার। সবুজায়ন গড়তে ও জলবায়ু সমস্যা সমাধানে ডিভাইড এন্ড-কংকার মেথডহোড ফলো করতে হবে। আমরা যদি এটা অনুসরণ করতে পারি তবে আমাদের দেশের জলবায়ু সমস্যা সহজেই হ্রাস পাবে।
লাইভলিহোড এণ্ড ইনভাইরোমেন্টাল একশন নেটওয়ার্কের প্রধান নির্বাহী ও পরিবেশবীদ হাসান মেহেদী বলেন, পরিবেশ রক্ষায় আমাদের প্লাস্টিক, পলিথিন ব্যবহার হ্রাস করতে হবে। আজকে আমাদের নদীগুলো ভরাট হয়ে আছে এই প্লাস্টিকের কারণে। তরুণদের সচেতন করতে ১টাকায় বৃক্ষরোপণ যে উদ্যোগ নিয়েছে তা চলমান থাকলে পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি।
সেসময় সংগঠনের সভাপতি শেখ আব্দুল্লাহ্ ইয়াছিন বলেন, আমরা পরিবেশমনষ্ক তরুণ গড়তে নানান উদ্যোগ হাতে নিয়েছি। তার ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা তরুণদের পরিবেশের ক্ষতি না করে এর সুরক্ষায় কি করণীয় তা শিখাচ্ছি। এটি পর্যায়ক্রমে আমরা বিভিন্ন বিভাগীয়, জেলা, উপজেলা শহরে আয়োজন করবো। পরিবেশকে রক্ষার জন্য আমাদের তরুণদেরও যে কিছু করার আছে এই মূল্যবোধ জাগ্রত করতে আমরা কাজ করে যাব।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।